অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে শুভমান গিল এবং সূর্যকুমার যাদবের আবেগপ্রবণ পোস্ট, দিলেন ফিরে আসার ডাক

হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলে সূর্যকুমার যাদব একাদশে জায়গা পান। তবে সেইভাবে টুর্নামেন্টে তিনি নজর কাড়তে পারেননি।

এই বছরের শুরু থেকেই ভারতীয় দল একদিনের ক্রিকেটে নিজেদের দাপট দেখিয়ে প্রস্তুত হচ্ছিলো। এশিয়া কাপে (Asia Cup) অসাধারণ পারফরমেন্স করার সঙ্গে সঙ্গে বিশ্বকাপের (World Cup 2023) লিগ পর্যায়ে সর্ব শক্তি দিয়ে ব্লু ব্রিগেড লড়াই করে সেমিফাইনালে জায়গা করে নেয়। তবে এবারও বিশ্বকাপ ভারতের কাছে অধরাই রয়ে গেলো। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে পরাজয়ের পর শুভমান গিল (Shubman Gill) এবং সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নিজেদের আবেগ এক্স অ্যাকাউন্টে প্রকাশ করলেন।

ভারতের তরুণ ওপেনার শুভমান গিল বিশ্বকাপের শুরুতেই ডেঙ্গুতে আক্রান্ত হন। ফলে প্রথম ২ টি ম্যাচ খেলতে না পারলেও দলে ফিরে এসে তিনি রোহিত শর্মার সঙ্গে লড়াই চালান। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শুভমান ৬৬ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।‌ অন্যদিকে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলে সূর্যকুমার যাদব একাদশে জায়গা পান। তবে সেইভাবে টুর্নামেন্টে তিনি নজর কাড়তে পারেননি।

এবার বিশ্বকাপে ফাইনালে হারের কষ্ট নিয়ে শুভমান গিল এবং সূর্যকুমার যাদব অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে আবেগ প্রবণ বার্তা পোস্ট করলেন। সূর্যকুমার লেখেন, “হৃদয়বিদারক! এই পরাজয় ভুলতে সময় লাগবে। একসাথে জেতা এবং হারের মধ্যে কোনো কিছু না হারিয়ে আমাদের দল একইরকম থাকবে। আমরা যখনই মাঠে পা রেখেছি তখনই আমরা আপনাদের অপরিসীম ভালবাসা, সমর্থন এবং শক্তি অনুভব করেছি। ধন্যবাদ। অস্ট্রেলিয়ান দলকে অভিনন্দন।

শুভমান গিল খেলেন, “প্রায় ১৬ ঘন্টা হয়ে গেছে কিন্তু গত রাতের মতো এখনও কষ্ট অনুভব করছি। কখনও কখনও আপনার সবকিছু দেওয়া যথেষ্ট হয় না। আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য থেকে ছিটকে গেছি কিন্তু এই যাত্রার প্রতিটি পদক্ষেপই আমাদের দলের চিন্তা ভাবনা এবং উৎসর্গের প্রমাণ। দলের ওঠা-পড়ায় আপনাদের একইভাবে সমর্থন আমাদের কাছে অনেক বড়ো বিষয়। তবে এটাই শেষ নয় আমরা জয়ী না হওয়া পর্যন্ত এটা শেষ হতে দেবো না। জয় হিন্দ!”