বিশ্ব ক্রিকেটে ক্যারিবিয়ান তারকারা টি-টোয়েন্টি ফরম্যাটকে এক অনন্য মাত্রা নিয়ে গেছেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। ইতিমধ্যেই ৩০ আগস্ট থেকে এই বছরের সিপিএল শুরু হয়েছে। আজ অ্যামাজন ওয়ারিয়র্স এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে এসকেএন প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নামে। ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করে আবারও মুগ্ধ করলেও শিমরন হেটমায়ার।
আজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যামাজন ওয়ারিয়র্স প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ফলে প্রথম ইনিংসে আফগানিস্তানের তারকা ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং করতে আসেন। তিনি দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। গুরবাজের ব্যাট হাতে ৩৭ বলে ৪ টি চার এবং ৬ টি ছয়ের মাধ্যমে মোট ৬৯ রান করেন। এরপর গুরুত্বপূর্ণ সময় ব্যাট করতে নেমে শিমরন হেটমায়ার ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। তার মারা একের পর এক ওভার বাউন্ডারি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
হেটমায়ার এই ইনিংসে একটুর জন্য শতরান করতে ব্যর্থ হন। ২৩৩-এর স্ট্রাইক রেটে তিনি মোট ১১ টি ছক্কা হাঁকান। এই ইনিংসে উল্ল্যেখযোগ্যভাবে একটিও চার ছিল না। ফলে শিমরন হেটমায়ারের ৩৯ বলে ৯১ রানে ভর করে অ্যামাজন ওয়ারিয়র্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে নেয়। এরপর দ্বিতীয় ইনিংসে অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক অভিজ্ঞ ইমরান তাহির বল হাতে রীতিমতো জ্বলে ওঠেন। তার সঙ্গে গুদাকেশ মতি বল হাতে দলকে ভরসা দেন।
তবে এসকেএন প্যাট্রিয়টসের অধিনায়ক আন্দ্রে ফ্লেচার ওপেনিং করতে নেমে ৩৩ বলে ৪ টি চার এবং ৯ টি ছয়ের মাধ্যমে ৮১ রান করে আশা জাগিয়েছিলেন। কিন্তু ইমরান তাহির এবং গুদাকেশ মতি ৩ টি করে উইকেট তুলে নিয়ে বিপক্ষকে চাপের মুখে ফেলে দেন। ফলে শেষ পর্যন্ত এসকেএন প্যাট্রিয়টস ১৮ ওভারে ২২৬ রানে অলআউট হয়ে যায়। এর সঙ্গেই অ্যামাজন ওয়ারিয়র্স এই বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ২ ম্যাচের মধ্যে ২ ম্যাচেই জয় তুলে নিল।