Sanjiv Goenka Remove all the rumours of Rohit Sharma joining lsg for 50 crore
ক্রিকেট

Rohit Sharma LSG: রোহিতের জন্য কি সত্যিই ৫০ কোটি খরচা করতে রাজি LSG? জল্পনার জবাব দিলেন সঞ্জীব গোয়েঙ্কা

Published on:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ এ মেগা নিলাম অনুষ্ঠিত হবে। যখনই মেগা নিলাম হয়, তখন প্রায় ৯০ শতাংশ দলের চেহারা বদলে যায়। অর্থাৎ সব দলেই মূলত খেলোয়াড় বদল হয়। এবার একটা আলাদা রোমাঞ্চ আছে কারণ অনেক বড় বড় খেলোয়াড় আছে যারা নিলামে‌ আসতে পারে। সবার নজর এখন রোহিত শর্মার দিকে। শোনা যাচ্ছে, অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় মুম্বই ইন্ডিয়ান্স ছাড়বেন তিনি। এছাড়া জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদবকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি থেকে বিচ্ছেদের খবর রয়েছে।

এর আগে ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের বর্তমান রোস্টার থেকে কতজন খেলোয়াড়কে ধরে রাখবে তা নিয়ে অনেক কৌতূহল ছিল। কিন্তু সবার চোখ এখন মুম্বই ইন্ডিয়ান্সের দিকে। ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা, বর্তমান ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক হার্দিক পান্ডিয়া, সিনিয়র বোলার এবং প্রথম অধিনায়কত্বের দাবিদার জাসপ্রিত বুমরাহের মতো বড় নায়কদের একটি বাহিনী রয়েছে তাদের কাছে।

WhatsApp Community Join Now

মুম্বই ইন্ডিয়ান্স এই সমস্ত সুপারস্টারদের ধরে রাখতে পারে কিনা তা দেখতে আকর্ষণীয় হবে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ সুপার জায়ান্ট রোহিত শর্মাকে দলে নেওয়ার জন্য ৫০ কোটি টাকার প্যাকেজ অফার করতে প্রস্তুত। এবার সেই গুজবের জবাব দিলেন গোয়েঙ্কা এক সাক্ষাৎকারে। স্পোর্টসতাককে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “একটা কথা বলুন, আপনি বা অন্য কেউ কি জানেন যে রোহিত শর্মা নিলামে আসছেন কি না?”

তিনি আরও বলেন- “এই সব জল্পনা অপ্রয়োজনীয়। মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ছেড়ে দেবে কি না, সে নিলামে আসছে কি না, এলেও আপনি যদি আপনার স্যালারি ক্যাপের ৫০ শতাংশ একজন খেলোয়াড়ের পেছনে খরচ করতে যাচ্ছেন, তাহলে বাকি ২২ জন ক্রিকেটারকে সামলাবেন কী করে?”

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন