‘ভগবান তোমার জন্য আরো সুন্দর কিছু…..’, শচীনের প্রসঙ্গ টেনে ফাইনালের হারে বিরাটের পাশে দাঁড়ালেন সঞ্জয় বাঙ্গার

বিরাট কোহলি এই বছর বিশ্বকাপে ১১ টি ম্যাচে ৭৬৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসাবে জায়গা করে নিয়েছেন।

মঞ্চ সাজানোই ছিলো কিন্তু সমাপতন এক মুহুর্তে সবকিছু বদলে দিয়ে গেলো। ২০১১ সাল থেকে ঘরের মাঠে প্রতিটি দল একদিনের বিশ্বকাপ (World Cup 2023) নিজেদের দখলে রেখেছিলো। এই বছর আবারও অস্ট্রেলিয়া ভারতের (India vs Australia Match) মাটিতে এসে সমস্ত হিসাবে পালটে দিয়ে বিশ্ব ক্রিকেটকে নতুন বার্তা দিয়ে গেলো। অন্যদিকে বিরাট কোহলির (Virat Kohli) স্বপ্ন ভঙ্গের এটাই শেষ বিশ্বকাপ মনে হলেও ভক্তরা আশা ছাড়ছেন না। এবার ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) বিরাট কোহলিকে নিয়ে আগামী দিনের নতুন বার্তা দিলেন।

বিরাট কোহলি এই বছর বিশ্বকাপেও নিজের সবটুকু উজাড় করে দলের জন্য লড়াই করেছেন। প্রতিটি ম্যাচেই তিনি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। গতকাল বিশ্বকাপের ফাইনালে যখন শুভমান গিল (Shubman Gill) এবং রোহিত শর্মা (Rohit Sharma) পরপর আউট হয়ে যান ঠিক তখন কোহলি ৬৩ বলে ৫৪ রান করে দলকে ভরসা দিয়েছিলেন। এছাড়াও তিনি এই বছর বিশ্বকাপে ১১ টি ম্যাচে ৭৬৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসাবে জায়গা করে নিয়েছেন।

কোহলি এই বছর বিশ্বকাপে ম্যান অফ দ্যা সিরিজ হলেও শুধু বিশ্বকাপটাই ছুঁয়ে দেখতে পারলেন না। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ সঞ্জয় বাঙ্গার আগামী দিনে বিরাটের বিষয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যতবাণী দিয়ে রাখলেন। গতকাল ম্যাচের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি জানি না কেন ভগবান মহান খেলোয়াড়দের পরীক্ষা করেন। কিন্তু আমি মনে করি বিরাট কোহলির মতো একজন বড়ো ক্রিকেটারের জন্য ঈশ্বর অবশ্যই খুব বিশাল এবং সুন্দর কিছু পরিকল্পনা করেছেন।”

তিনি আরও বলেন, ” শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) ষষ্ঠতম বিশ্বকাপে ট্রফি জিতেছিলেন। তাই আশা করা যায় ভগবান বিরাটের জন্য ভালো কিছু ভেবে রেখেছেন।” বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি শচীন তেন্ডুলকার ২০১১ একদিনের বিশ্বকাপে চাম্পিয়ন হিসাবে শেষ এই টুর্নামেন্ট খেলেন। এই দলে তরুণ ব্যাটসম্যান হিসাবে বিরাট কোহলিও ছিলেন। তবে এই মুহূর্তে জীবনের সবচেয়ে সফল সময় দাঁড়িয়ে কোহলির দলকে ট্রফি এনে দিতে না পারাটা সত্যেই ভক্তদের কাছে অত্যন্ত কষ্টের বিষয়।