Sai kishore Took 12 wickets in two match and prove his statement few days ago
ক্রিকেট

কিছুদিন আগে নিজেকে ভারতের সেরা স্পিনার বলে দাবি করেছিলেন, এবার শ্রেয়াস-সরফরাজদের আউট করে প্রমানও করলেন

Published on:

তরুণ ক্রিকেটাররা দেশের হয়ে মাঠে নামার জন্য স্বপ্ন দেখে থাকেন। ফলে ঘরোয়া ক্রিকেট সহ আইপিএলের মতো মঞ্চে তারা সারা বছর ধরে নিজেদের প্রতিভার প্রদর্শন করার চেষ্টা চালিয়ে যান। জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য অসংখ্য তরুণ ক্রিকেটারের এই লড়াইয়ে আবার অনেকে ধারাবাহিকতা বজায় রাখতে না পেরে হারিয়েও যান। তবে এবার সাই কিশোর শুধুমাত্র কথায় নয় নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচকদের বার্তা দিচ্ছেন।

রবি সাই কিশোর ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে দীর্ঘদিন ধরে নিজের প্রভাব বজায় রেখেছেন। এছাড়াও সাম্প্রতিক সময় আইপিএলেও গুজরাট টাইটান্সের হয়ে তিনি জায়গা করে নিয়েছেন। অন্যদিকে ২০২৩-২৪ ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফিতে সাই কিশোর তামিলনাড়ুর হয়ে ৯ ম্যাচে ৫৩ টি উইকেট সংগ্রহ করে রীতিমতো চমক দেন। তিনি এই টুর্নামেন্টে টি নটরাজনের পরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন। এরপরই এই ভারতীয় তারকা স্পিনার সম্প্রতি ভারতীয় জাতীয় টেস্ট দলে জায়গা করে নেওয়ার প্রসঙ্গে নিজের আত্মবিশ্বাস প্রকাশ করেন।

WhatsApp Community Join Now

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয় বলেছিলেন, “আমি মনে করি আমি দেশের সেরা স্পিনারদের একজন। আমাকে একটি টেস্ট ম্যাচে দলে নিন, আমি প্রস্তুত।” তবে এবার শুধুমাত্র কথায় নয় সাই কিশোর চলমান বুচি বাবু টুর্নামেন্টে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের হয়ে নিজেকে আবার প্রমাণ করলেন। এই টুর্নামেন্টে গ্ৰুপ ‘সি’-এ মুম্বাই এবং হরিয়ানার সঙ্গে টিএনসিএ একাদশ অবস্থান করছে। গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে হরিয়ানার বিপক্ষে টিএনসিএ একাদশ ড্র করে।

এই ম্যাচের প্রথম ইনিংসেই সাই কিশোর ২৯.৪ ওভারে ৬ টি মেডেনের সঙ্গে ৭৬ রান খরচ করে মোট ৭ টি উইকেট সংগ্রহ করেন। এরপর বর্তমানে চলমান মুম্বাইয়ের বিপক্ষেও গুরুত্বপূর্ণ ম্যাচে সাই কিশোর বল হাতে জ্বলে উঠেছেন। তিনি এই ম্যাচের প্রথম ইনিংসে ১৩.২ ওভারে ২ টি মেডেনের সঙ্গে ৩৬ রান খরচা করে মোট ৫ টি উইকেট তুলে নিয়েছেন। শ্রেয়াস আইয়ার, মুশির খান, সরফরাজ খানের মতো তারকা ব্যাটসম্যান সাই কিশোরের শিকার হন। ফলে এখন তিনি ভারতীয় নির্বাচকদের ভাবনা চিন্তায় থাকবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন