বর্তমানে নিজের সেরা ফর্মে আছেন ইংল্যান্ডের জো রুট। লর্ডস টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন রুট। এখন দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করতে না পারলেও রুট ১১১ বলে সেঞ্চুরি করেন। টেস্টে এটি রুটের ৩৪তম সেঞ্চুরি। টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি। রুটের আন্তর্জাতিক ক্যারিয়ারের পঞ্চাশতম সেঞ্চুরিও এটি।
ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি
৩৪- জো রুট
৩৩- অ্যালিস্টার কুক
২৩- কেভিন পিটারসেন
২২ – ওয়ালি হ্যামন্ড
২২ – কলিন কাউড্রে
২২ – জিওফ্রে বয়কট
২২ – ইয়ান বেল
টেস্টে শচীন টেন্ডুলকারের কীর্তি গড়েছেন জো রুট। টেস্টে একসময় সবচেয়ে বেশি ৩৪টি সেঞ্চুরি ছিল সুনীল গাভাস্কারের। শচীনই প্রথম ব্যাটসম্যান যিনি নিজের পর্যায়ে পৌঁছেছিলেন। সচিনের পর অনেক ব্যাটসম্যানই টেস্টে সুনীল গাভাস্কারের সমান হয়েছেন। এবার এর সঙ্গে যুক্ত হলো জো রুটের নামও। ১২১ বলে ১০৩ রান করে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।
অন্যদিকে প্রথমবারের মতো টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন জো রুট। ম্যাচের প্রথম ইনিংসে ১৪৩ রান করেন তিনি। এই নিয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে লর্ডসে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন তিনি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলি, ইংল্যান্ডের গ্রাম গুচ ও মাইকেল ভন এখানে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। লর্ডসের মাঠে সবচেয়ে বেশি ৭টি সেঞ্চুরি করা ব্যাটসম্যানও হয়েছেন রুট। মাইকেল ভন ও গ্রাহাম গুচের ৬-৬টি সেঞ্চুরি ছিল এখানে।