“অজুহাত নয়”, বিশ্বকাপের ফাইনালে হারের পর দলের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করলেন অধিনায়ক রোহিত শর্মা
বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম থেকেই ভারতীয় ব্যাটিং অর্ডার চাপের মুখে পড়ে যায়। অধিনায়ক রোহিত শর্মা ৩১ বলে ৪৭ রান করে আউট হয়ে গেলে ব্লু ব্রিগেডদের রানের গতি কমে আসে।

কোটি কোটি ভারতবাসীর বিশ্বকাপ (World Cup 2023) চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আবার ভবিষ্যতের খাতা জমা রাখতে হলো। ২০১১ সালের পর ব্লু ব্রিগেড ট্রফির অনেকটাই কাছে পৌঁছে গেলেও অস্ট্রেলিয়ার (India vs Australia match) কঠিন মনোভাবের কাছে চাম্পিয়ন হওয়া অধরাই থেকে গেলো। ম্যাচ শেষে চোখে ভরা জল নিয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে ম্যাচের পর তিনি প্রথম ইনিংসে কম রান করাকেই দায়ি করেন।
ভারতীয় অধিনায়ক এই বছর বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এশিয়া কাপে (Asia Cup) চাম্পিয়ন হওয়ার পর এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের লিগ পর্যায়ের প্রতিটি ম্যাচে আগ্ৰাসনের সঙ্গে ব্যাটিং করে রোহিত দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেন। তবে আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কঠিন পিচেই অঘটনটা ঘটলো। প্রথম থেকেই ভারতীয় ব্যাটিং অর্ডারে চাপের মুখে পড়ে যায়। অধিনায়ক ৩১ বলে ৪৭ রান করে আউট হয়ে গেলে ব্লু ব্রিগেডদের রানের গতি কমে আসে।
তবে বিরাট কোহলি (Virat Kohli) ৫৪ রান এবং কেএল রাহুল (KL Rahul) ৬৬ রান করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। অন্যদিকে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (Travis Head) এবং মারনাস লাবুসেনের (Marnus Labuschagne) ব্যাটিং জুটি ভারতের সমস্ত স্বপ্ন ভেঙে দেয় এবং ব্লু ব্রিগেডকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্ব খেতাব ছিনিয়ে আনে। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন,” ফলাফল আজ আমাদের মতো এগিয়ে যায়নি। আমারা আজ খুব ভালো পারফরমেন্স করতে পারেনি। সব রকম প্রচেষ্টা চালিয়েও কোনোভাবেই সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, “২০-৩০ রান বেশি হলে ভালো হতো।কেএল রাহুল এবং বিরাট কোহলি একটি ভাল জুটি তৈরি করছিলো এবং আমরা ২৭০-২৮০ রানের স্কোরবোর্ডের দিকে তাকিয়ে ছিলাম। ম্যাচে যখন আপনার কাছে ২৪০ রান থাকে, আপনি উইকেট নিতে চান এই রকম পরিস্থিতিতে আমি হেড এবং ল্যাবুসচেনকে কৃতিত্ব দিতে চাই। আমার মনে হয় লাইটের নীচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার জন্য উইকেট কিছুটা ভাল ছিলো। তবে এটি একটি অজুহাত হিসাবে দিতে চাই না আমরা স্কোরবোর্ডে যথেষ্ট রান রাখতে পারেনি।”