স্বপ্ন ভঙ্গের শেষ বিশ্বকাপে ব্যর্থতাই সঙ্গি হলো বিরাটের, সবকিছু করেও বিশ্বকাপ স্পর্শ করতে পারলেন না রোহিত শর্মা

বিশ্বকাপের (World Cup 2023) সমাপতনে ভারতীয় শিবিরে এখন অন্ধকারের ছায়া। ২০০৩ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ব্লু ব্রিগেডদের (India vs Australia match) হার স্বীকার করতে হলো। তবে এই বিশ্বকাপে ভারতীয় দলের সব বিভাগই শক্তিশালী ছিলো। তারকা ব্যাটম্যান বিরাট কোহলি (Virat Kohli) প্রতিটি ম্যাচেই নিজেকে মেলে ধরেছিলেন। সম্ভাব্য শেষ বিশ্বকাপেও বিরাটের সেই ব্যর্থতাই আবার সঙ্গি হলো। আশা ভঙ্গের বিশ্বকাপে এবারও ট্রফি ছুঁতে পারলেন না রোহিত শর্মা (Rohit Sharma)।

আজ বিশ্বকাপের ফাইনালে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়। চলমান টুর্নামেন্টে ব্লু ব্রিগেডরা অসাধারণ ফর্মে উঠে শেষ পর্যায়ে জায়গা করে নেয়। লিগ পর্যায়ের একের পর এক ম্যাচে বিশাল জয় তুলে নিয়ে রোহিত বাহিনী ভক্তদের স্বপ্নকে অনেকটাই কাছে এনে দিয়েছিলো। তবে আজ ফাইনালে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সমস্ত পরিসংখ্যান ধ্বংস করে দেয়। ম্যাচে ভারতীয় দল প্রথম ইনিংসে ব্যাট করতে এসেই সমস্যার মুখে পড়ে।

তার মধ্যেই বিরাট কোহলি ৬৩ বলে ৫৪ রান এবং কেএল রাহুল (KL Rahul) ১০৭ বলে ৬৬ রান করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। কোহলি এই বছর বিশ্বকাপে একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করেছেন। তবে ফাইনালে অজি বোলারদের দাপটে তিনি গুরুত্বপূর্ণ সময় আউট হয়ে গেলে ভারতীয় দল ম্যাচে পিছিয়ে যেতে থাকে। অন্যদিকে অধিনায়ক রোহিত শর্মাও আজ দলের হয়ে ভালো শুরু করার চেষ্টা করেন।

এই টুর্নামেন্টের ফাইনালের আগে ৫৫০ রান করে তিনি সমর্থকদের আকাঙ্ক্ষা অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন। এর আগে ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মা সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েও দলকে চাম্পিয়ান করতে পারেননি। বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে সেই বিশ্বকাপ অধরা রয়ে গিয়েছিলো। এই বছরও ফাইনালে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (Travis Head) এবং মারনাস লাবুসেনের (Marnus Labuschagne) ব্যাটিং জুটি সমস্ত স্বপ্ন ভেঙে দিয়ে নতুন ইতিহাসের রচনা করলো। ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্ব খেতাব ছিনিয়ে আনলো।

বর্তমানে বিরাট কোহলির বয়স ৩৫ বছর ২০২৭ বিশ্বকাপে বয়সের কারণে তিনি নাও খেলতে পারেন। তাই সকলেই চেয়েছিলো ভারতে নিজের মাটিতে বিরাটের শেষ বিশ্বকাপকে চাম্পিয়ন হিসাবে স্মরণীয় করে রাখুক। তবে আশা ভঙ্গ হলেও তিনি ২০১১ বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন। একদিনের ক্রিকেটে অন্যতম ব্যাটসম্যান রোহিত শর্মা জীবনে একাধিক মাইলস্টোন ছুঁলেও বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারলেন না। তবে তাদের সব রকম প্রচেষ্টাকে ভারতীয় সমর্থকরা কুর্নিশ জানায়। এছাড়াও মহম্মদ শামি (Mohammed Shami), জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), কুলদীপ যাদবের (Kuldeep Yadav) পারফরমেন্সও ক্রিকেট প্রেমীরা মনে রাখবেন।