আইপিএল বর্তমানে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আর্থিক দিক থেকেও অনান্য টুর্নামেন্টেগুলিকে ছাপিয়ে গেছে। ফলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে তরুণ ক্রিকেটাররা বিশাল অঙ্কের টাকা উপার্জন করে থাকে যা তাদের অনুপ্রেরণা জোগায়। অন্যদিকে ২০২৫ সালের আইপিএলের আগে মেগা নিলাম থাকায় এখন অনেক ক্রিকেটার দল বদলের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের মূল্য অনেকটাই বৃদ্ধি করতে পারবেন বলে মনে করা হচ্ছে। তার মধ্যেই এবার রিঙ্কু সিং এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।
কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং গত বছর আইপিএলে দলের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি গুজরাট টাইটান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি ম্যাচের শেষ ওভারের শেষ ৫ বলে ৫ টি ছয় মেরে কেকেআরকে জয় এনে দেন। তারপর ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে রিঙ্কু বর্তমানে আন্তর্জাতিক মঞ্চেও নিজের জায়গা করে নিয়েছেন। ফলে ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে যদি এই তারকা ব্যাটসম্যানকে কলকাতা ছেড়ে দেয় তাহলে আসন্ন নিলামে তাকে দলে নেওয়ার জন্য অন্যান্য দলগুলিও ঝাঁপিয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।
এই রকম আবহের মধ্যেই এবার রিঙ্কু সিং নিউজ ২৪ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তিনি বলেন,”কলকাতা নাইট রাইডার্স থেকে পাওয়া ৫৫ লাখ টাকাতেই আমি খুশি। এটা আমার জন্য অনেকটাই টাকা।” উল্লেখ্য রিঙ্কু সিং প্রথম জীবনে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে লড়াই করে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন। তাই কলকাতা নাইট রাইডার্স তাকে বড়ো মঞ্চে জায়গা করে দেওয়ার জন্য বারবার এই দলের প্রতি রিঙ্কু কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন।
অন্যদিকে বর্তমানে চলমান উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে রিঙ্কু সিংয়ের ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসাবেও তার ভূমিকা প্রসংশিত হচ্ছে। এই নাইট তারকা ব্যাটসম্যানের নেতৃত্বে মিরাট ম্যাভেরিক্স টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়েছে। ফলে রিঙ্কু সিংয়ের দলের জন্য এই উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগের প্লে অফে পৌঁছানোর রাস্তা অনেকটাই সহজ হয়ে গেছে।