প্রতি বছর আইপিএলের সাথে সাথে বর্তমানে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজি লিগ গুলিও ভারতের ক্রিকেটারদের মান বাড়িয়ে তুলছে। এমনি একটি ঘরোয়া লিগ হল উত্তর প্রদেশ টি-২০। গতবছর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ভারতীয় দলের নামিদামি তারকা, যেমন রিঙ্কু সিং, নিতীশ রানা, ভুবনেশ্বর কুমারদের মাঠে দেখা যাচ্ছে।
আজ এই টুর্নামেন্টে নবম ম্যাচে মুখোমুখি হয় দুই প্রাণের বন্ধু, রিঙ্কু এবং নিতীশ। দুজনেই দুই দলের অধিনায়কত্ব করছিলেন। রিঙ্কুর মিরাট মেভেরিকস প্রথম ব্যাটিং করলে বিপর্যয়ের মুখে পড়ে। ৬১/৪ রানে ব্যাট হাতে দায়িত্ব সামলান রিঙ্কু। ৩৫ বলে অপরাজিত ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলে দলের স্কোর ১৬৩/৭ তে পৌছে দেন তিনি।
তবে এখানেই থেমে থাকেনি রিঙ্কু। বল হাতেও নিজের রূপ দেখান তিনি। কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে ডেথ ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। তারপর থেকেই বল হাতেও যথেষ্ট চর্চায় রয়েছেন তিনি। গত ম্যাচে বোলিং ষয়ে সফলতা না পেলেও আজ ৩ ওভার বোলিং করে মাত্র ১৮ রানে ২টি মূল্যবান উইকেট তুলে নেন তিনি। যার মধ্যে ছিল নিতীশ রানার উইকেটও।
রান তাড়া করতে নেমে নয়ডা সুপার কিংস শুরুটা ভালো করলেও। ১৩ বলে ২১ রান করে নিতীশ রানার আউট হওয়ার পর তাদের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। রিঙ্কু সিং ছাড়াও বিজয় কুমার ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অবশেষে ১১ রানে ম্যাচ জিতে নেয় রিঙ্কুর মিরাট মেভেরিকস। অল রাউন্ডার পারফর্মেন্সের জন্য ম্যান অব দ্যা ম্যাচও হন রিঙ্কু সিং।