Rahul Dravid set to become head coach of rajasthan royals for IPL 2025 Vikram Rathore to assistant
ক্রিকেট

Rahul Dravid: সমস্ত জল্পনার ঘটলো অবসান, আইপিএল ২০২৫ এ এই দলের প্রধান কোচ হবেন রাহুল দ্রাবিড়

Published on:

রাহুল দ্রাবিড়, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রধান কোচ ছিলেন, তিনি আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হতে চলেছেন। জুনে বার্বাডোজে ভারতের শিরোপা জয়ের পর বিরতি নেওয়া দ্রাবিড় এই বছরের শেষের দিকে নিলামের আগে খেলোয়াড় ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কাজ শুরু করবেন। আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তিনি প্রধান কোচের দায়িত্ব নেবেন।

গত তিন বছর ধরে রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট হয়ে দলের দায়িত্ব পালন করা কুমার সাঙ্গাকারা সেই ভূমিকায় বহাল থাকবেন। দ্রাবিড় ২০১২ এবং ২০১৩ সালে রয়্যালসের অধিনায়ক ছিলেন এবং দুই বছরের জন্য পরামর্শদাতাও ছিলেন। তারপরে তিনি ২০১৬ সালে দিল্লি চলে আসেন এবং বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হন। ২০২১ সালে রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হয়ে ভারতীয় দলের হেড কোচ হিসেবে এনসিএ ছাড়েন তিনি। এদিকে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দ্রাবিড়ের আমলে ভারতের ব্যাটিং কোচ থাকা বিক্রম রাঠোর হতে পারেন রয়্যালসের সহকারী কোচ।

WhatsApp Community Join Now

দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘদিনের পেশাদার সম্পর্ক বর্তমান অধিনায়ক সঞ্জু স্যামসনের। দ্রাবিড়ের তত্ত্বাবধানে স্যামসনের প্রাথমিক কর্মজীবন শুরু হয়। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরের পর থেকে রাজস্থান রয়্যালস কোনো আইপিএল ট্রফি জিততে পারেনি। তবে ২০২২ সালে দল নিশ্চিতভাবেই ফাইনালে উঠলেও শিরোপা জিতেছিল গুজরাট টাইটান্স। ২০২৩ সালে তারা প্লে অফে উঠতে পারেননি, ২০২৪ সালে দ্বিতীয় কোয়ালিফায়ারে বাদ পড়েছিল রাজস্থান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন