Ravichandran Ashwin
ক্রিকেট

আর অশ্বিন আইপিএলের ‘সর্বকালীন একাদশ’ বেছে নিয়েছেন, এমএস ধোনিকে অধিনায়ক করেছেন

Published on:

রাজস্থান রয়্যালসের অফ-স্পিনার আর অশ্বিন তার সর্বকালের সেরা আইপিএল একাদশ নির্বাচিত করেছেন। এই দলে তিনি চেন্নাই সুপার কিংসের MS ধোনিকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন।

অশ্বিন ওপেনিংয়ের জন্য রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বেছে নিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে সুরেশ রায়না, যিনি CSK-এর সফলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চতুর্থ স্থানে অশ্বিন সূর্যকুমার যাদবকে রেখেছেন, যিনি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য অসাধারণ খেলেছেন।

WhatsApp Community Join Now

পঞ্চম স্থানে রয়েছে এবি ডিভিলিয়ার্স, যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অনেক চমৎকার ইনিংস খেলেছেন। ষষ্ঠ স্থানে MS ধোনি আছেন, যিনি দলের অধিনায়ক এবং ফিনিশার হিসেবে অসাধারণ কাজ করেছেন এবং CSK-কে বেশ কয়েকটি ট্রফি জেতানোর কৃতিত্ব রয়েছে।

বোলিং বিভাগে, অশ্বিন দুই স্পিনার এবং তিনটি পেসার বেছে নিয়েছেন। স্পিনার হিসেবে রয়েছেন সুনীল নারিন এবং রশিদ খান, যারা বোলিং এবং ব্যাটিং দুটোতেই দক্ষ। পেসারদের মধ্যে রয়েছেন ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, এবং লাসিথ মালিঙ্গা, যারা আইপিএলে বিশেষ করে পেস বোলিংয়ে পরিচিত।

অশ্বিনের XI:
রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, MS ধোনি (অধিনায়ক/উইকেটকিপার), সুনীল নারিন, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন