Priyansh Arya young openar hit six sixes in an over in Delhi Premier league 2024
ক্রিকেট

Priyansh Arya 6 Sixes: এক ওভারে ছয় ছক্কা প্রিয়াংশের, বাদোনির পাশাপাশি ভয়ানক রূপ দেখালেন এই তরুণও

Published on:

দিল্লি প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আজ‌ এক দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তরুণ ব্যাটসম্যান প্রিয়াংশ আর্য। এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। উত্তর দিল্লি স্ট্রাইকার্স বনাম দক্ষিণ দিল্লি সুপারস্টার্সের মধ্যে ম্যাচটি হয় অরুণ জেটলি স্টেডিয়ামে। প্রিয়াংশ দক্ষিণ দিল্লি সুপারস্টার্সের হয়ে ব্যাটিং ওপেন করেন। দ্বাদশ ওভারে মনন ভরদ্বাজের বিরুদ্ধে ওভারের সব বলে ছক্কা হাঁকান আর্য।

বাঁহাতি স্পিনার বোলার মননের বিপক্ষে প্রিয়াংশ আর্য সব ছক্কাই মেরেছেন সামনের দিকে। প্রথম ছয়টি লং অফের ওপর দিয়ে যায়। এরপর পরপর তিনটি ছক্কা হাঁকান লং অনের দিকে। পঞ্চম বলে প্রিয়াংশ সরাসরি বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মারেন। ওভারের শেষ বলটি আরও একবার লং অফের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে প্রিয়াংশ এক ওভারে ৬টি ছক্কা মারার কীর্তি গড়েন।

WhatsApp Community Join Now

ওভারে ৬টি ছক্কা মারার আগে ৩১ বলে ৫৮ রানে খেলছিলেন প্রিয়াংশ। ৬টি ছক্কার সুবাদে ৩৭ বলে ৯৪ রানে পৌঁছান তিনি। এরপর পরের তিন বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৫০ বলে ১২০ রানের ইনিংস খেলে আউট হন প্রিয়াংশ। তার উইকেট নেন সিদ্ধার্থ সোলাঙ্কি। ২৩ বছর বয়সী এই ওপেনার তার ইনিংসে ১০টি চার ও ১০টি ছক্কা মারেন। লিগে এটি প্রিয়াংশের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ওল্ড দিল্লি ৬ এর বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি।

এই ম্যাচে প্রথমে খেলতে নেমে দক্ষিণ দিল্লি ৫ উইকেটে ৩০৮ রান করে। প্রিয়াংশু ছাড়াও ১৬৫ রান করেন আয়ুশ বাদোনি। ৫৫ বলে ৮টি চার ও ১৯টি ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় উইকেটে ২৮৬ রানের জুটি গড়েন অধিনায়ক বাদোনি ও প্রিয়াংশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন