Pakistan make green pitch for second test against Bangladesh video viral on social media
ক্রিকেট

PAK vs IND 2nd Test: প্রথম টেস্ট হেরে এবার ইংলিশ পিচ বানালো পাকিস্তান, সামনে এলো সবুজ ঘাসে ঢাকা পিচে ছবি

Published on:

বাংলাদেশ বর্তমানে পাকিস্তান সফর করছে। যেখানে দুই দলের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল রাওয়ালপিন্ডিতে। যেখানে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছে তারা। বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ১০ উইকেটে। পিচ সামগ্রিক ভাবে ব্যাটসম্যানদের পক্ষে‌ৎছিল। সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ৩০ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতেই শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দ্বিতীয় টেস্টের পিচ দেখানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দ্বিতীয় টেস্টের পিচ দেখা যাচ্ছে। পিচ পুরোপুরি ঘাসে ঢাকা। পিচ একেবারে সবুজ। লর্ডস, এজবাস্টনের মতো ইংল্যান্ডের মাঠে এই ধরনের পিচ প্রায়ই দেখা যায়। পাকিস্তান টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি, বাবর আজম ও শাহিন আফ্রিদিকে পিচের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাবর ও শাহিনকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়।

WhatsApp Community Join Now

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান বাবর আজম পুরোপুরি ফ্লপ হন। প্রথম ইনিংসে খাতা খুলতে না পারলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ২২ রানে আউট হন বাবর। এই বাজে পারফরম্যান্সে তার অনেক ক্ষতি হয়েছে। বুধবার প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংঙ্কিংয়ে ৬ ধাপ হারিয়েছেন তিনি। তৃতীয় স্থান থেকে সরাসরি নবম স্থানে নেমে এসেছেন বাবর।

অন্যদিকে সম্প্রতি বাবা হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি। বাবা হওয়ার সময় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলছিলেন তিনি। মনে করা হচ্ছে ছুটি না‌ নিয়ে দ্বিতীয় টেস্টেও খেলবেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন