আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কোন দলের সর্বনিম্ন স্কোর কত হবে? অন্তত ৩০-৪০ রান আশা করা যায়, কিন্তু কেউ যদি বলে মাত্র ১০ রানে দলের ১০ উইকেট পড়ে গেছে, তাহলে অবাক হওয়াটাই স্বাভাবিক। তবে এটাই সম্পূর্ণ সত্য। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে, একটি দল মাত্র ১০ রানে অলআউট হয়েছেএবং এই ১০ রান করতে ১০ ওভার লেগেছিল, যেখানে প্রতিপক্ষ দল মাত্র ৫ বলে লক্ষ্যটি শেষ করে। এটি যে কোনও দলের যৌথ-সর্বনিম্ন স্কোর, যখন সবচেয়ে কম বলে শেষ হওয়া দ্বিতীয় সর্বনিম্ন আন্তর্জাতিক ম্যাচ হয়ে উঠেছে।
ম্যাচটি আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব এ ২০২৪ এর অংশ হিসাবে মঙ্গোলিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে আজ খেলা হয়। ওয়াইএসডি-ইউকেএম ক্রিকেট ওভাল (বাঙ্গি) ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১০ রানে অলআউট হয় মঙ্গোলিয়া দল। তার হয়ে গ্যান্ডেম্বেরেল গ্যানবোল্ড ও জোলজাভখলান শুরেন্তেৎসেগ ২-২ রান করলেও ৪ ব্যাটসম্যান শূন্য রানে আউট হন।
সিঙ্গাপুরের হয়ে মারাত্মক বোলিং করে ৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৬ উইকেট নেন হর্ষ ভরদ্বাজ। যে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এই সময়ের মধ্যে তিনি ২ টি মেডেন ওভারও দেন। এছাড়া ৪ রানে ২ উইকেট নেন অক্ষয় পুরী। তারা দুজনেই ভারতীয় বংশোদ্ভূত।
১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খাতা খোলার আগেই প্রথম ধাক্কা খায় সিঙ্গাপুর দল। অধিনায়ক মনপ্রীত সিং এনখবাত বাতখুয়াগের বলে ০ রানে আউট হন। এরপর উইলিয়াম সিম্পসন চার মেরে অপরাজিত ৬ ও রাউল শর্মা ছক্কা হাঁকিয়ে অপরাজিত ৭ রান করে দলকে জয় এনে দেন। ফলে ম্যাচ শেষ হয়ে যায় মাত্র ৫ বলেই। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সংক্ষিপ্ততম ম্যাচের (বলের দিক থেকে) রেকর্ডও গড়েছে এটি। এর আগে আইল অব ম্যানের বিপক্ষে মাত্র ২ বলে জিতেছিল স্পেন। এখানেও ১১ রানের লক্ষ্য ছিল।