ভারতের বিরুদ্ধে ফাইনালে কালো ব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন স্টার্ক, কারণ জানলে মন ছুঁয়ে যাবে প্রত্যেক ক্রিকেটেপ্রেমীর

ফাইনাল ম্যাচে ৬ উইকেটে জিতে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনাল ম্যাচে সবচেয়ে সফল বোলার ছিলেন স্টার্ক।

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc) ভারতের বিপক্ষে ব্লকবাস্টার বিশ্বকাপের ফাইনালে (World Cup 2023 Final) এমন কিছু করেছেন যা সবার মন জয় করেছে। আহমেদাবাদের ১ লাখ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক নির্ণায়ক ম্যাচের প্রথম ওভারে বল করা স্টার্কের ডান হাতে কালো ব্যান্ড ছিল। তিনি ছাড়া এই ব্ল্যাক ব্যান্ড শুধু স্টিভ স্মিথের (Steve Smith) হাত দেখা যাচ্ছিল। স্টার্কের স্ট্রিপে ‘পিএইচ’ লেখা ছিল।

সবচেয়ে বড় প্রশ্ন হলো মিচেল স্টার্ক কেন তার হাতে কালো ব্যান্ড পরেছিলেন। জানা যাচ্ছে প্রাক্তন সতীর্থ ফিলিপ হিউজের (Philip Hughes) প্রতি শ্রদ্ধা জানাতে তিনি এই কালো ব্যান্ডটি পরেছিলেন। বাঁহাতি ব্যাটসম্যান হিউজ ছিলেন অস্ট্রেলিয়া দলের উদীয়মান তারকা। অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট ও ২৫ ওয়ানডে খেলা হিউজ ২০১৪ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলার সময় দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মারা যান।

২৫ বছর বয়সী ফিলিপ হিউজেস বাউন্সারের আঘাতে ঘাড়ে আঘাত পেয়ে মাঠে পড়ে যান। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি বেঁচে যাননি। স্টার্ক এবং অস্ট্রেলিয়া দলের আরও কয়েকজন সদস্য হিউজের ঘনিষ্ঠ বন্ধু এবং সতীর্থ ছিলেন। ২০১৫ বিশ্বকাপের ফাইনালে কালো ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন মিচেল স্টার্ক। সেই ফাইনালে অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতেও একটি কালো ব্যান্ড ছিল।

ফাইনাল ম্যাচে ৬ উইকেটে জিতে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনাল ম্যাচে সবচেয়ে সফল বোলার ছিলেন স্টার্ক। কেএল রাহুল ও মহম্মদ শামির পাশাপাশি শুভমান গিলকে ৫৫ রানে আউট করেন তিনি। স্টার্কও গত স্পেলে রিভার্স সুইং পেয়েছিলেন। এটি ব্যাটিংকে আরও কঠিন করে তুলেছিল।