Kolkata Knight Riders eyeing to get srilanka legend kumar Sangakkara for mentor role in IPL 2025
ক্রিকেট

KKR New Mentor: ক্যালিস বা মরগ্যান নয়, গম্ভীরের উত্তরসূরি হিসেবে এই শ্রীলঙ্কান লেজেন্ডকে দেখছে কেকেআর

Published on:

আইপিএলের মতো মঞ্চে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফ্রাঞ্চাইজি দলগুলি সারা বছর ধরে নিজেদের প্রস্তুত করে। ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে কোচিং সদস্যরাও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এই বছর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর সম্প্রতি জাতীয় দলের প্রধান কোচ হিসাবে যোগদান করায় দলে একটি শূন্যস্থান তৈরি হয়েছে‌। কেকেআরের মেন্টর পদের জন্য এবার এই শ্রীলঙ্কান কিংবদন্তির নাম সামনে উঠে এল।

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হিসাবে গৌতম গম্ভীর যোগদান করেন। তার তত্ত্বাবধানেই শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কেকেআর টুর্নামেন্টে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। কিন্তু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলে একাধিক পরিবর্তন দেখা যায়। প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় তিনি আর এই পদে নিজের কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে চাননি। ফলে আইপিএলে মেন্টর হিসেবে সফলভাবে কাজ করার জন্য গৌতম গম্ভীরকে ভারতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়ে আসা হয়।

WhatsApp Community Join Now

এরপর এই কেকেআর কর্মকর্তারা দলে নতুন মেন্টরের খোঁজে মাঠে নেমে পড়েন। একাধিক প্রাক্তন ক্রিকেটারদের নাম সামনে উঠে এলেও এবার দ্যা টেলিগ্রাফের সূত্র অনুযায়ী কুমার সাঙ্গাকারাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সাঙ্গাকারা ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসের অন্যতম পরিচালক হিসেবে কার্যক্রম চালাচ্ছেন। তবে তিনি বর্তমানে এই ফ্র্যাঞ্চাইজির থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে কেকেআর কর্মকর্তারা তার সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন।

অন্যদিকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী প্রধান কোচ রাহুল দ্রাবিড় ২০২৫ আইপিএলের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরতে চলেছেন। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরও রয়্যালসে দ্রাবিড়ের সাথে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। এর সঙ্গেই ২০২৫ আইপিএলের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামকে নিয়ে বিসিসিআই নিয়মগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই মাসের মধ্যে অফিশিয়ালি প্রকাশ করবে বলে জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন