Kolkata Knight Riders approch an Indian and a foreign legend for coaching role in franchise
ক্রিকেট

KKR News: কেকেআরের কোচিং স্টাফ নিয়ে এল বড় আপডেট, এক বিদেশি ও এক ভারতীয় লেজেন্ডকে দেওয়া হয়েছে অফার

Published on:

একটা আইপিএল মরসুম সফলভাবে আয়োজন করার জন্য সারা বছর ধরে কর্মকর্তারা কার্যক্রম চালিয়ে যান। আগামী বছর আইপিএলের আগে এবার মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। ফলে এই নিলামের নিয়মগুলি নিয়ে এখন বিসিসিআই ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করছে। এর মধ্যেই কলকাতা নতুন করে দল গোছানোর জন্য মাঠে নেমে পড়েছে। এবার এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।

এই বছর কলকাতা নাইট রাইডার্সে দীর্ঘদিন পর গৌতম গম্ভীর মেন্টর হিসাবে ফিরে এসে দলে একাধিক পরিবর্তন ঘটান। তার তত্ত্বাবধানেই ১০ বছর পর কেকেআর এই বছর চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয় করে। গৌতম গম্ভীরের এই সফলতার পর তাকে বিসিসিআই জাতীয় দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়। ফলে ২০২৫ আইপিএলের আগে কেকেআর কর্মকর্তারা শূন্য পদে অভিজ্ঞ নতুন মেন্টরকে দলে আনার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।

WhatsApp Community Join Now

অন্যদিকে গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর তিনি কেকেআরের দুই গুরুত্বপূর্ণ কোচ অভিষেক নায়ার এবং টেন দোসচেটকেও ভারতীয় দলে নিয়ে এসেছেন। তাই সূত্র অনুযায়ী কোলকাতার কর্মকর্তারা শূন্য কোচিং পদগুলোর জন্য একজন ভারতীয় এবং একজন বিদেশীর সাথে বর্তমানে আলোচনা করছেন। অন্যদিকে মেন্টর পদের জন্য তারা গৌতম গম্ভীরের পর দুই জন কিংবদন্তীর কাছে পৌঁছেছেন।

খুব শীঘ্রই কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টরের নাম সামনে আসবে‌ বলে মনে করা হচ্ছে। তবে সূত্র অনুযায়ী এই পদের জন্য দক্ষিণ আফ্রিকান তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস অনেকটাই এগিয়ে আছেন। তিনি ২০১২ থেকে ২০১৪ সালে কলকাতার ট্রফি জয়ের অন্যতম সদস্য ছিলেন। এরপর জ্যাক ক্যালিস দীর্ঘদিন কেকেআরের কোচিং সদস্য হিসাবেও নিজের দায়িত্ব পালন করেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন