বর্তমানে বিশ্ব টেস্ট ক্রিকেটে দুরন্ত ফর্মে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট। তিনি বর্তমানে চলমান শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজেও ধারাবাহিকতা বজায় রেখেছেন। ফলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন রুট শচীন তেন্ডুলকারের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড ভেঙে দিতে পারেন। এই বিষয়ে সম্প্রতি প্রাক্তন ইংল্যান্ডের ক্রিকেটার ডেভিড লয়েডের বক্তব্যও সামনে এসেছিল। এবার জো রুট শচীন তেন্ডুলকারের রেকর্ড ভাঙার বিষয়ে নিজের মতামত প্রকাশ করলেন।
ইংল্যান্ডের লর্ডসে ইংলিশ বাহিনী শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ আগস্ট থেকে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে। ম্যাচে লঙ্কা বাহিনী প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসেই ইংল্যান্ড তারকা জো রুট ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। তিনি ২০৬ বলে ১৪৩ রানের ভরসাযোগ্য ইনিংসে খেলেন। এরপর দ্বিতীয় ইনিংসেও জো রুট নিজের ধারাবাহিকতা বজায় রাখেন। এই ইনিংসেও তার ব্যাট থেকে একটি দুর্দান্ত শতরান আসে।
এর ফলে জো রুট টেস্ট ফরম্যাটে মোট ৩৪ টি শতরান করে অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় টেস্ট শতরানকারী হন। এরপরই তিনি টেস্ট ফরম্যাটে শচীন তেন্ডুলকারের সর্বোচ্চ রেকর্ড ভেঙ্গে দিতে পারেন বলে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ডেভিড লয়েড উল্লেখ করেন। তিনি বলেন, “ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা এবং দক্ষতার সঙ্গে রুট শচীন তেন্ডুলকারের টেস্ট ক্রিকেট ১৫,৯২১ রানের বিশ্ব-রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারেন।”
এবার এই বিষয়ে বলতে গিয়ে জো রুট এক সাক্ষাৎকারে বলেন, “আমি শচীন তেন্ডুলকারের সর্বাধিক রানের রেকর্ডের দিকে তাকাচ্ছি না। আমি শুধু খেলতে চাই এবং আমার দলের জন্য সক্রিয়ভাবে অবদান রাখতে চাই।শতরান করা দুর্দান্ত বিষয়। তবে টেস্ট ম্যাচ জেতার চেয়ে বড়ো অনুভূতি আর কিছু নেই।” উল্লেখ্য এখনও পর্যন্ত এই ইংল্যান্ড তারকা ব্যাটসম্যান ২৪৫ ম্যাচে মোট ১২,৩৭৭ রান সংগ্রহ করেছেন।