শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট। লর্ডসে চলতি ম্যাচে রুট তার ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি করলেন। এ বছর এটি রুটের তৃতীয় সেঞ্চুরি। ভারত সফরেও প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর রাঁচিতে সেঞ্চুরি করেছিলেন রুট। ইংল্যান্ডের ঘরের মাঠে দারুণ ছন্দে আছেন তিনি। ৫ ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এছাড়া তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে তিনটি ফিফটিও।
চার নম্বরে ব্যাট করতে নামা জো রুট ১৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ১৪ বল মোকাবেলা করে ৯৯ থেকে ১০০ রানে পৌঁছান তিনি। ইংল্যান্ড দল ব্যাজবল স্টাইলে ক্রিকেট খেলে। রুট প্রথম বলে চার মেরে খাতা খুললেও তারপরে ঐতিহ্যবাহী স্টাইলে ব্যাটিং শুরু করেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক সেঞ্চুরি ইনিংসে ১৩টি চার মেরেছেন।
ওদিকে এই সেঞ্চুরিতে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করার দিক থেকে যৌথভাবে শীর্ষে পৌঁছেছেন জো রুট। ইংল্যান্ডের হয়ে ১৬১ টেস্টে ২৯১ ইনিংসে ৩৩টি সেঞ্চুরি আছে সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের। তবে মাত্র ১৪৪ টেস্টের ২৬৩ ইনিংসে ৩৩টি সেঞ্চুরি করেছেন রুট। ২৩টি সেঞ্চুরি নিয়ে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় স্থানে আছেন কেভিন পিটারসেন।
ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি
৩৩- অ্যালিস্টার কুক
৩৩- জো রুট
২৩- কেভিন পিটারসেন
২২ – ওয়ালি হ্যামন্ড
২২ – কলিন কাউড্রে
২২ – জিওফ্রে বয়কট
২২ – ইয়ান বেল