নতুন বোলিং কোচ পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। জ্যাকব ওরাম ৭ অক্টোবর থেকে এই পদটি গ্রহণ করবেন। বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এ তথ্য জানিয়েছে। নিউজিল্যান্ডের হয়ে ১১ বছর খেলেছেন ৪৬ বছর বয়সী ওরাম। নিউজিল্যান্ড ‘এ’ দল ও নারী দলের বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। গত নভেম্বরে শেন জার্গেনসেনের পদত্যাগের পর থেকে নিউজিল্যান্ডের বোলিং কোচের পদটি খালি রয়েছে। আগামী ৭ অক্টোবর তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন।
নিউজিল্যান্ড দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জ্যাকব ওরাম। তিনি বলেন- “এই দলে ফিরতে পারাটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এই দলটি আমার কাছে অনেক কিছু এবং এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।” খেলোয়াড় জীবনে ওরামকে একজন দুর্দান্ত অল-রাউন্ডার হিসেবে বিবেচনা করা হতো। নির্ভরযোগ্য মিডিয়াম পেস বোলার ও ফাস্ট ব্যাটসম্যান ছিলেন। নিউজিল্যান্ডের অনেক ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ড দলের বোলারদের গাইড করবেন ওরাম। তার অভিজ্ঞতা বোলারদের কৌশল এবং দক্ষতাকে তীক্ষ্ণ করতে কাজে আসবে। নিউজিল্যান্ড দল শিগগিরই অনেক আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্ট খেলবে। এমন পরিস্থিতিতে ওরামের নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। তার আগমনে দলের পারফরম্যান্সে উন্নতি হবে এবং সাফল্য আসবে বলে আশা করা হচ্ছে।
জ্যাকব ওরাম বোলিং কোচ হওয়ার পর প্রথম ভারত সফরে যাবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ১৬-২০ অক্টোবর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে, তারপরে পুনেতে (২৪-২৮ অক্টোবর) এবং মুম্বাইয়ে (১-৫ নভেম্বর) টেস্ট খেলবে। নিউজিল্যান্ডের হয়ে ৩৩টি টেস্ট, ১৬০টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওরাম। এর মধ্যে ৪ হাজারের বেশি রান ও ২৫২ উইকেট রয়েছে তার ঝুলিতে।