এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল এখন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবনাচিন্তা করছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে হলে ব্লু ব্রিগেডদের আগামী টেস্ট সিরিজগুলোতে ধারাবাহিকভাবে জয় তুলে নিতে হবে। ফলে বর্তমানে জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের মাধ্যমে শেষ মূহুর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন। তবে এবার আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দলীপ ট্রফিতে এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের মাঠে নামার সম্ভবনা খুবই কম।
এই বছর দলীপ ট্রফিতে ক্রিকেটারদের বাছাইয়ের মাধ্যমে দল ‘এ’, দল ‘বি’, দল ‘সি’ এবং দল ‘ডি’-তে ভাগ করা হয়েছে। আগামীকাল অর্থাৎ ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এই টুর্নামেন্টে অনন্তপুরে দল ‘সি’ দল ‘ডি’-এর বিপক্ষে এবং এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দল ‘এ’ দল ‘বি’-এর বিপক্ষে মাঠে নামবে। উল্লেখ্য দল ‘ডি’-তে উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে জায়গা পেয়েছেন ভারতের অন্যতম তরুণ তারকা ঈশান কিষাণ। তিনি সাম্প্রতিক সময় বিসিসিআইয়ের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেটে যোগ না দেওয়ায় তাকে জাতীয় চুক্তির বাইরে পাঠিয়ে দেওয়া হয়।
এইবার ঈশান কিষাণ আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দলীপ ট্রফির উদ্বোধনী ম্যাচে চোটের কারণে সম্ভবত দলে উপস্থিত থাকবেন না। উল্লেখ্য সম্প্রতি তিনি বুচি বাবু টুর্নামেন্টে ঝাড়খণ্ডের হয়ে দুটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। প্রথম ম্যাচে ঈশান কিষাণের ব্যাট থেকে দুরন্ত ১১৫ রানের সঙ্গে ৪১ রান আসে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে এই তারকা ব্যাটসম্যান ব্যাট হাতে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। ফলে জাতীয় দলে আবার ফিরে আসার জন্য ঈশানের কাছে দলীপ ট্রফি খুবই গুরুত্বপূর্ণ। তাই চোট সারিয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচে তিনি ফিরে আসতে পারেন কিনা সেটাই দেখার।
আগামীকাল সম্ভবত ঈশান কিষাণের বদলে দলে সঞ্জু স্যামসনকে দেখা যাবে। অন্যদিকে দলীপ ট্রফির দল ‘এ’-এর গুরুত্বপূর্ণ পেসার প্রসিধ কৃষ্ণও চোটের কারণে আগামীকাল উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন না। এই বছর জানুয়ারিতে রঞ্জি ট্রফিতে কর্ণাটকের হয়ে গুজরাটের বিপক্ষে খেলার সময় তিনি বাঁদিকের পায়ের পেশিতে চোট পেয়েছিলেন। এই প্রতিভাবান পেসার শেষবার দক্ষিণ আফ্রিকার ভারত সফরের সময় আন্তর্জাতিক মঞ্চে মাঠে নেমেছিলেন।