বিশ্বের যেকোনো টুর্নামেন্টে ভারতীয় তারকা ক্রিকেটারদের উপস্থিতি সেই টুর্নামেন্টকে এক অনন্য মাত্রায় নিয়ে যায়। তবে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোনো সক্রিয় ক্রিকেটার দেশের বাইরে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করতে পারেন না। তবে বিভিন্ন লিজেন্ডস লিগে অবসর নেওয়ার পর ভারতীয় তারকা ক্রিকেটাররা অংশগ্রহণ করার সুযোগ পান। এবার শিখর ধাওয়ানের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে খেলার জল্পনা সামনে এল।
শিখর ধাওয়ান ভারতের অন্যতম তারকা ক্রিকেটার। তিনি রোহিত শর্মার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক ম্যাচে ওপেনার হিসেবে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তবে সাম্প্রতিক সময় প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের আধিপত্যের কারণে ধাওয়ান ধারাবাহিকভাবে জাতীয় দলে জায়গা করে নিতে পারছিলেন না। ফলে গত শনিবার তিনি আন্তর্জাতিক সহ ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এরপরই এই তারকা ব্যাটসম্যান লিজেন্ডস লিগ ক্রিকেটে অংশগ্রহণ করবেন বলে খবর সামনে আসে।
এবার সংযুক্ত আরব আমিরাতের অন্যতম টি-টোয়েন্টি লিগ আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে শিখর ধাওয়ানের অংশগ্রহণ করার জল্পনা সামনে এলো। সম্প্রতি এই টুর্নামেন্টের সিইও ডেভিড হোয়াইট ভারতীয় তারকা ক্রিকেটারের বিষয়ে বলেন, “আমাদের লিগে শিখর ধাওয়ানের খেলার বিষয়ে আমরা আগ্রহী। তবে বিষয়টি এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিন্তু তিনি এই মানের ক্রিকেট খেলবেন কিনা সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।” তবে হোয়াইট এটাও উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি কখনই অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের টুর্নামেন্ট নয়।
তিনি এই বিষয়টি স্পষ্ট করে শিখর ধাওয়ানের বিষয়ে বলেন, “আমি মনে করি আমাদের এটা পরিষ্কার করতে হবে যে এটি একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমরা এটি একটি অবসরপ্রাপ্ত কিংবদন্তিদের টুর্নামেন্টে পরিনত করতে চাইনা। শিখর ধাওয়ানের বিষয়টি আলাদা। তিনি এখনও আন্তর্জাতিক মানের একজন ব্যাটসম্যান।” উল্লেখ্য এর আগে অবসর নেওয়ার পর ভারতের রবিন উথাপ্পা, ইউসুফ পাঠানের মতো ক্রিকেটার আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে অংশগ্রহণ করেছেন।