আইপিএল ২০২৪-এ লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এর মালিক সঞ্জীব গোয়েঙ্কা কেপ্টেন কে এল রাহুলের ওপর প্রকাশ্যে রেগে গিয়েছিলেন। গোয়েঙ্কার রাগ এসআরএইচ (সানরাইজার্স হায়দরাবাদ) এর বিরুদ্ধে ১০ উইকেটে হারার পর ফুটে ওঠে। তবে, রাহুল খুব ধৈর্য্য রেখে পরিস্থিতি সামাল দেন। তাঁদের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়।
এলএসজি এর অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম এখন এই বিরোধ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। গৌতম বললেন, “যেভাবে আমরা হেরেছি, তাতে গোয়েঙ্কা কিছুটা হতাশ ছিলেন। সবাই মানুষের আবেগ থাকে, তারা ওঠানামা করে। তবে, কে এল রাহুল ধৈর্য্য ধরে কথা শুনেছেন। তিনি কারো পক্ষ নিইনি। মালিক অথবা খেলোয়াড়দের পক্ষ নেননি। রাহুল সব কিছু শুনে গিয়েছেন কারণ গোয়েঙ্কা আগে হার বিশ্লেষণ করতে চেয়েছিলেন।”
গৌতম আরও বললেন, “এটি কিছুটা উত্তেজনাপূর্ণ ছিল, কিন্তু মনে হচ্ছে যে একজন ব্যক্তি যিনি দলের জন্য অনেক সময় ও পরিশ্রম দিয়েছেন, সেই ব্যক্তি হারের পর হতাশ হতে পারেন। এটা গোয়েঙ্কার দলের প্রতি ভালবাসা ও তাদের মূল্যবোধকে দেখায়। তিনি চান আমরা সবাই জিতি এবং খেলাটি উপভোগ করি। হার তাকে হতাশ করেছে, তাই তিনি এমনভাবে প্রতিক্রিয়া জানালেন।”
উল্লেখযোগ্য যে, গোয়েঙ্কা ও রাহুলের বিরোধ নিয়ে অনেক আলোচনা হয়েছিল। পরবর্তীতে গোয়েঙ্কা রাহুলকে নিজের বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর দুজনের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ পায়। এলএসজি’র আইপিএল ২০২৪ এর পারফরম্যান্স ভালো ছিল না। তারা ১৪টি ম্যাচের মধ্যে সাতটি হারিয়েছিল এবং পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে ছিল। আগের দুই সিজনে এলএসজি প্লে-অফে জায়গা পেয়েছিল।