IND vs AUS: প্রকাশিত হলো ভারত বনাম অস্ট্রেলিয়া WTC ফাইনালের উভয় দলের প্রথম একাদশ

সাম্প্রতিক বছরগুলিতে পৃথিবীর অন্যতম দুই সেরা টেস্ট দল হলো ভারত (IND) এবং অস্ট্রেলিয়া (AUS)। আইসিসির টেস্ট তালিকায় ভারত এই মুহূর্তে প্রথম স্থান দখল‌ করে আছে। আজ ইংল্যান্ডের ওভালে এই দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে মুখোমুখি হবে। দেখে নেওয়া যাক ভারত ও অস্ট্রেলিয়া দলের আজকের সম্ভাব্য একাদশ কীরকম হতে চলেছে।

ভারত ও অস্ট্রেলিয়ার দুই শিবিরেই ব্যাটিং এবং বোলিং আক্রমণে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছে। ভারতীয় ব্যাটিং অর্ডারে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার মত অভিজ্ঞ ব্যাটসম্যানরা নেতৃত্ব দেবেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে আছে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো ভরসাযোগ্য ক্রিকেটার। ভারতের বোলিং আক্রমণ সামলাবেন দুই তারকা পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স, মিচেল স্টার্কের মতো বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সম্ভাব্য একাদশ

ভারত : রোহিত শর্মা (c), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, কেএস ভারত (wc), শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, উমেশ যাদব

অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুসেন, স্টিভ স্মিথ (c), ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (wc), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড