rahul-dravids-son-samit-dravid-n
ক্রিকেট

ভারত অন্ডার-১৯ দলের অস্ট্রেলিয়া বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা

Published on:

জুনিয়র সিলেকশন কমিটি শনিবার ভারতের অন্ডার-১৯ দলের ঘোষণার জন্য অস্ট্রেলিয়া অন্ডার-১৯ দলের বিরুদ্ধে আসন্ন মাল্টি-ফরম্যাট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। এই সিরিজটি ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং এতে তিনটি একদিনের এবং দুইটি চারদিনের ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে।

সিরিজের প্রথম অংশে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে, এরপর ৩০ সেপ্টেম্বর এবং ৭ অক্টোবর দুইটি চারদিনের ম্যাচ হবে।

WhatsApp Community Join Now

সাদা বলের ম্যাচে ভারতের অধিনায়ক হলেন মোহাম্মদ আমান এবং লাল বলের ম্যাচে নেতৃত্ব দেবেন সোহম পাটওয়ার্ধন। বিভিন্ন ক্রিকেট সংস্থার খেলোয়াড়দের নিয়ে এই স্কোয়াড গঠিত হয়েছে।

একদিনের সিরিজের জন্য ভারতীয় দলের সদস্যরা হলেন: রুদ্র প্যাটেল (ভি.সি.), সাহিল পারখ, কার্তিকেয় কে.পি., মোহাম্মদ আমান (ক্যাপ্টেন), কিরণ চোরমলে, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হার্বংশ সিং পাঙ্গালিয়া (উইকেটকিপার), সমিত দ্রাবিড়, যুদ্ধজিত গুহ, সমর্থ এন, নিখিল কুমার, চেতন শর্মা, হার্দিক রাজ, রোহিত রাজাওয়াত, মোহাম্মদ এনান।

চারদিনের সিরিজের জন্য ভারতীয় দলের সদস্যরা হলেন: বৈভব সূর্য, নিত্য পন্ডিয়া, বিহান মালহোত্রা (ভি.সি.), সোহম পাটওয়ার্ধন (ক্যাপ্টেন), কার্তিকেয় কে.পি., সমিত দ্রাবিড়, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হার্বংশ সিং পাঙ্গালিয়া (উইকেটকিপার), চেতন শর্মা, সমর্থ এন, আদিত্য রাওয়াত, নিখিল কুমার, অনমোলজিত সিং, আদিত্য সিং, মোহাম্মদ এনান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন