আজ থেকে ভারতের অন্যতম ঘরোয়া টুর্নামেন্ট এই বছরের দলীপ ট্রফি শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচেই ইন্ডিয়া ‘এ’ দল ইন্ডিয়া ‘বি’ দলের বিপক্ষে এবং ইন্ডিয়া ‘সি’ দল ইন্ডিয়া ‘ডি’ দলের বিপক্ষে মাঠে নেমেছে। এই দুই ম্যাচেই একাধিক তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। অনন্তপুরে পল্লী উন্নয়ন ট্রাস্ট স্টেডিয়ামে আজ ইন্ডিয়া ‘সি’ দলের হয়ে অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। এবার এই ম্যাচে দুরন্ত বোলিং করে নজর কাড়লেন হার্ষিত রানা।
ম্যাচে ইন্ডিয়া ‘ডি’ দল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। তারা এক সময় মাত্র ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। এইরকম গুরুত্বপূর্ণ সময় অভিজ্ঞ অক্ষর প্যাটেল এসে দলের হয়ে হাল ধরেন। তার ১১৮ বলে ৮৬ রানে ভর করে ইন্ডিয়া ‘ডি’ ১০ উইকেট হারিয়ে ১৬৪ রানে পৌঁছাতে সক্ষম হয়।
এরপর ইন্ডিয়া ‘সি’ প্রথম ইনিংসে ব্যাট করতে নামে। তবে ওপেনিং করতে নেমে রুতুরাজ গায়কওয়াড এবং সাই সুদর্শন প্রভাব ফেলতে পারেননি। তারা যথাক্রমে ৫ এবং ৭ রানে আউট হয়ে যান। বল হাতে প্রথম থেকেই ইন্ডিয়া ‘ডি’-এর হয়ে হার্ষিত রানা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। রুতুরাজ এবং সাই সুদর্শনের গুরুত্বপূর্ণ উইকেট তিনি একাই শিকার করে বিপক্ষকে চাপে ফেলে দেন। এখনও পর্যন্ত ম্যাচে হার্ষিত রানা ৬ ওভারে ৪ টি মেডেনের সঙ্গে ১৩ রান খরচ করে ২ টি উইকেট সংগ্রহ করেছেন।
এর সঙ্গেই আজ তাকে আইপিএলের বিখ্যাত ‘ফ্লাইং কিস’ উদযাপন করতে দেখা যায়। সেই দৃশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য এই বছর আইপিএলে হার্ষিত রানা কেকেআরের হয়ে দুরন্ত পারফরম্যান্স করে ভক্তদের মুগ্ধ করেন। তিনি টুর্নামেন্টে ১৪ ম্যাচে ১৯ টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হিসাবে চতুর্থ স্থানে শেষ করেন। ফলে বলাই বাহুল্য এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে হার্ষিত রানা বিশেষ ভূমিকা ছিল।