ভারতীয় হয়ে কেন অজিদের সমর্থন? ফাইনাল হারতেই কটুক্তির শিকার ম্যাক্সওয়েলের স্ত্রী
বিশ্বকাপের ফাইনালে প্রথম ইনিংসে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্যাট করতে এসে ভয়ঙ্কর হয়ে ওঠেন। সেই সময় ম্যাক্সওয়েল তার উইকেট তুলে নিয়ে বড়ো ধাক্কা দিয়েছিলেন।

যেকোনো খেলাতেই হার-জিত থাকে এবং সেই ফলাফলকে মেনে নিয়ে একজন প্রকৃত খেলোয়াড় সামনের দিকে এগিয়ে চলে। তবে সমর্থকদের আবেগ কখনো কখনো সমস্ত সীমা ছাড়িয়ে যায়। গতকাল বিশ্বকাপের (World Cup 2023) ফাইনালে ভারতীয় দল অস্ট্রেলিয়ার (India vs Australia Match) কাছে হারের পর একাধিক ভারতীয় সমর্থক গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বেনজীর আক্রমণ চালায়। এবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করে ভিনি রামন (Vini Raman) এই আক্রমণের বিপক্ষে স্পষ্ট বার্তা দিলেন।
গ্লেন ম্যাক্সওয়েল এই বছর বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেন। আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ লিগ পর্যায়ের ম্যাচে একাই ৬ নম্বরে ব্যাট করতে এসে তিনি ২০০ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। যার ফলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে প্রবেশ করে। অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে প্রথম ইনিংসে ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ব্যাট করতে এসে ভয়ঙ্কর হয়ে ওঠেন। সেই সময় ম্যাক্সওয়েল তার উইকেট তুলে নিয়ে বড়ো ধাক্কা দিয়েছিলেন।
এরফলে ভারত অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে গেলে ভারতীয় বংশোদ্ভূত ম্যাক্সওয়েলের স্ত্রী উদযাপন করায় উগ্ৰ সমর্থকরা ভিনি রামনকে নানা রকমভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করে। এই বিতর্কের মাঝেই নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে ভিনি একটি প্রতিবাদী পোস্ট করেন। তিনি লেখেন, “আমি বিশ্বাস করতে পারছি না আমায় এটা বলতে হচ্ছে। আপনি যেমন ভারতীয় হিসাবে আপনার জন্মভূমিকে সমর্থন করতেই পারেন তেমন আপনি যেখানে বড়ো হয়ে উঠেছেন বা যে দলের হয়ে আপনার স্বামী বা আপনার সন্তানের বাবা খেলে আপনি সমর্থন করতেই পারেন।”
তিনি বিরক্তি প্রকাশ করে আরও লেখেন, ” শান্ত হন এবং মাথা ঠাণ্ডা করুন আরও গুরুত্বপূর্ণ বিশ্ব সমস্যাগুলির দিকে সেই ক্ষোভকে কাজে লাগান।” অন্যদিকে বিশ্বকাপের মহারণের পর ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে। বিশ্বকাপে অংশগ্রহণকারী অনেক ক্রিকেটারকেই এই সিরিজে বিশ্রাম দেওয়া হবে। ফলে একাধিক তরুণ ভারতীয় ক্রিকেটারকে জাতীয় দলের দায়িত্ব নিতে দেখা যাবে।