ভারতীয় ক্রিকেটের উন্নতির সঙ্গে সঙ্গে একাধিক তারকা ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে নিজেদের প্রভাব বিস্তার করেছেন। বর্তমানেও একাধিক জাতীয় দলের সদস্য আন্তর্জাতিক ক্রিকেটে সকলের কাছে প্রশংসিত হয়ে দেশকে সন্মান এনে দিচ্ছেন। এমনকি প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটাররা অবসর নেওয়ার পর কোচ হিসাবে ভারতে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকমভাবে নিজেদের অবদান রাখছেন। এবার ভারতীয় জাতীয় দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেট একাদশ বেছে নিলেন।
ভারতের বিশ্বকাপ জয়ী তারকা ব্যাটসম্যান গৌতম গম্ভীর আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর নেওয়ার পর ২০২২ সাল থেকে লখনউ সুপার জায়ান্টের মেন্টর হিসেবে যোগদান করেন। এরপর এই বছর নিজের পুরনো দল কলকাতার নাইট রাইডার্সে মেন্টর হিসেবে নতুন ভূমিকায় ফিরে এসে তিনি দলে প্রাণ সঞ্চার করেছিলেন। একাধিক পরিবর্তনের সঙ্গে নাইট শিবিরকে টুর্নামেন্টের তৃতীয় ট্রফি এনে দিতে গৌতম গম্ভীরের ভূমিকা ছিল অপরিসীম। আইপিএলে সফলতা পাওয়ার পর তিনি বর্তমানে ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার তিনি নিজের পছন্দের সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেট দল বেছে নিলেন।
তবে উল্লেখযোগ্যভাবে রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহের মতো গুরুত্বপূর্ণ সক্রিয় ক্রিকেটার এই দলে জায়গা পাননি। গৌতম গম্ভীরের বাছাই করা সর্বকালের সেরা ভারতীয় একাদশে ওপেনার হিসেবে তিনি নিজের সঙ্গে বীরেন্দ্র সেহবাগকে বেছে নিয়েছেন। এছাড়াও টপ অর্ডারে গম্ভীর রাহুল দ্রাবিড়, শচীন তেন্ডুলকার, বিরাট কোহলির মতো তারকা ব্যাটসম্যানদের জায়গা দিয়েছেন। ব্যাটিং অর্ডারের নিচের দিকে তিনি যুবরাজ সিং এবং এমএস ধোনির ওপর ভরসা রেখেছেন। অন্যদিকে বোলিং আক্রমণে স্পিনারদের মধ্যে ভারতীয় দলের প্রধান কোচের পছন্দ অনিল কুম্বলে এবং রবিচন্দ্রন অশ্বিন। শেষে পেস আক্রমণের জন্য গম্ভীরের কিংবদন্তি বোলার ইরফান পাঠান এবং জহির খানকে বেছে নেন।
গৌতম গম্ভীরের বাছাই করা সর্বকালের সেরা ভারতীয় একাদশ:
বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, এমএস ধোনি (উইকেটকিপার), অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান, জহির খান