পাঁচজন ভারতীয় মহিলা ক্রিকেটার, যাদের WPL-এর বেতন PSL এর বাবর আজমের থেকে বেশি

পাকিস্তান সুপার লিগে (PSL 2024) সবথেকে বেশি দামী ক্রিকেটার হলেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম (Babar Azam)। দ্য ন্যাশনাল নিউজ নামক এক প্রতিবেদন অনুসারে বাবর আজমের মূল্য ১,৭০,০০০ ডলার। যা ভারতীয় মূল্যে ১.৪০ কোটি টাকা। কিন্তু আপনি ভাবলে অবাক হবেন ভারতে অনুষ্ঠিত মহিলা প্রিমিয়ার লিগে (WPL 2024) ভারতীয় মহিলা ক্রিকেটারদের দাম পিএসএলের সবচেয়ে দামী ক্রিকেটারের থেকে বেশি। দেখে নিন, এরকম পাঁচজন ভারতীয় মহিলা ক্রিকেটারকে।

১. স্মৃতি মান্ধানা (Smriti Mandhana):

শুধু ভারতীয় মহিলা হিসাবেই নয়, মহিলা প্রিমিয়ার লিগের সবথেকে দামী ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধানা। ভারতীয় মূল্যে ৩.৪০ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore Women) হয়ে খেলেন তিনি। যা পিএসএলের সবথেকে দামী ক্রিকেটারের অপেক্ষা অনেক বেশি।

২. দীপ্তি শর্মা (Deepti Sharma):

ডব্লিউপিএলের সবচেয়ে বেশি দামী ভারতীয় ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপ্তি শর্মা। সম্প্রতি ওই লিগে ভারতীয় মূল্যে ৩.৪০ কোটি টাকায় ইউপি ওয়ারিয়র্জের (UP Warriorz) হয়ে খেলছেন তিনি।

৩. জেমিমাহ রড্রিগেস (Jemimah Rodrigues):

ডব্লিউপিএলের তৃতীয় সবথেকে বেশি দামী ক্রিকেটার হলেন জেমিমাহ রড্রিগেস। তিনি ভারতীয় মূল্যে ২.২০ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals Women) হয়ে খেলছেন। গতবছর তজেকে দিল্লির সাথে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি।

৪. শেফালি ভর্মা (Shafali Verma):

তালিকায় থাকা দিল্লি ক্যাপিটালস দলের আরেক ক্রিকেটার হলেন শেফালি ভর্মা। তিনি ভারতীয় মূল্যে ২ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে চুক্তিবদ্ধ রয়েছেন। জেমিমাহ-র মতো তিনিও গতবছর থেকেই ওই ফ্র‍্যাঞ্চাইজির সাথে রয়েছে।

৫. হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur):

সম্প্রতি ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরও রয়েছেন এই তালিকায়। তিনি গতবছর থেকেই ১.৮০ কোটি টাকার বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians Women) হয়ে খেলছেন। গতবছর দলের বিজয়ী করার সময়ও নেতৃত্ব দিয়েছিলেন তিনি