ক্রিকেটের পিচে ঘটল মর্মান্তিক ঘটনা, নয়্ডার আঞ্চলিক টুর্নামেন্টে ব্যাটিং করার সময় হার্ট অ্যাটাকে মারা গেলেন ব্যাটসম্যান

ক্রিকেট যেমন ভদ্রলোকের খেলা, তেমনি এই খেলাতে অনেকসময় প্রাণের ঝুঁকি থাকে। ইতিমধ্যে বিশ্বক্রিকেটে অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার ফিলিপ হিউজ (Phillip Hughes) সেই মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়ে প্রাণ হারিয়েছেন। বিশ্ব ক্রিকেটে এটা একটা শোকাহত ঘটনা। এমনই আরও এক ঘটনা ঘটেছে নয়ডার আঞ্চলিক এক ক্রিকেট টুর্নামেন্টে।

গতকাল তথা বুধবার নয়ডা S&B বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছিলো। যেখানে ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেন। গতকাল ম্যাচটি ছিল মাভেরিক্স ইলেভেন বনাম ব্লেজিং বুলসের মধ্যে (Mavericks XI vs Blazing Bulls)। প্রথমে ব্যাট করছিল মাভেরিক্স ইলেভেন। তারপরেই ঘটে ওই মর্মান্তিক ঘটনা। দেখা যায়, হার্ট অ্যাটাকের কারণে মাভেরিক্স ইলেভেন দলের সদস্যকে প্রাণ হারাতে।

দিল্লির রোহিনীতে থাকেন, উত্তরাখন্ডের এক বাসিন্দা বিকাশ নেগি (Vikas Negi), যিনি মাভেরিক্স ইলেভেনের হয়ে খেলছিলেন। ৩৪ বছর বয়সী বিকাশ ব্যাটিং করতে নেমেছিলেন ওই ম্যাচে। ম্যাচটি হচ্ছিলো নয়ডা এক্সপ্রেসওয়ের থানার কাছে। ৭ রানে ব্যাটিং করছিলেন বিকাশ। অন্যদিকে নন-স্ট্রাইকারে থাকা উমেশ কুমার (Umesh Kumar) বাউন্ডারি মারার পর, তাকে অভিনন্দন জানাতে যাচ্ছিলেন বিকাশ। এমন সময়ে তাকে দেখা যায় পিচের উপর পড়ে যেতে৷

তারপরেই সাথে সাথে উত্তর প্রদেশের একটি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিকাশকে, প্রথম প্রথম শোনা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। তবে চিকিৎসা হলে তিনি বেঁচে যেতে পারেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দুঃখজনক ঘটনাটি ঘটার সময়ে ম্যাচটি ১৩.৫ ওভারে ১৪৫-৫ রানে পৌঁছেছিল, খেলা বন্ধ হওয়ার আগে ম্যাভেরিক্স ইলেভেন ২০ ওভারে ব্লেজিং বুলসের সামনে ১৮৪ রানের লক্ষ্য রেখেছিল।