‘সবসময় বেগুনী জার্সি পরার স্বপ্ন দেখেছিলাম’, KKR-এ আবার গম্ভীরের সাথে যোগ‌ দিতে উৎসাহিত চামিরা

আর ১ মাস পরেই আইপিএল (IPL 2024)। এখন থেকেই আইপিএলকে ঘিরে তোরজোর শুরু ভক্তদের। এদিকে ১ মাস বাকি থাকতে এক এক করে উঠে আসছে বড় আপডেট। সোমবার জানতে পাওয়া গেল আসন্ন আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দল থেকে নাম তুলে নিয়েছেন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন (Gas Atkinson)। অতিরিক্ত ওয়ার্ক লোডের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গাস অ্যাটকিনসন আইপিএল থেকে নাম তুলতেই সাথে সাথে পরিবর্ত ক্রিকেটারের খোঁজ চলে আসে কেকেআর ক্যাম্পে। সাথে সাথেই ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে শ্রীলঙ্কান পেসার দুষ্মন্থ চামিরাকে (Dushmantha Chameera) দলে সামিল করে দুইবারের শিরোপাজয়ী এই দল। কেকেআর ভক্তরা এই সিদ্ধান্তে বেশ খুশি, অন্যদিকে চামিরাও কেকেআরে যোগ দিতে পেরে ভীষণ খুশি।

কেকেআরে যোগ দিতেই দুষ্মন্থ চামিরা এক সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি সবসময় চাইতাম পার্পেল জার্সি পড়তে এবং এই স্বপ্ন আমার এবং দলের বর্তমানে পূরণ হয়েছে।” এছাড়াও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মেন্টরশিপে খেলার সুযোগ পাওয়ায় নিজেকে খুবই সৌভাগ্যবান বলে মনে করছেন চামিরা। এই প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি দিন গুনতে শুরু করে দিয়েছি গৌতম গম্ভীর এবং বাকি কেকেআর দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।”

অভিজ্ঞ এই শ্রীলঙ্কান পেসারের কথাতে স্পষ্ট, কেকেআরে যোগ দিতে পেরে কতটা খুশি তিনি। এর আগে শেষবার লখনউ সুপার জায়েন্টসের হয়ে খেলেছিলেন চামিরা। তারপরে চোটিল হওয়ায় ২০২৩ আইপিএলে সুযোগ হয় না তার। এদিকে আসন্ন আইপিএলে কেকেআর দলের হয়ে খেলতে দেখা যাবে তাকে। কেকেআর ভক্তরা মনে করছেন, যদি তিনি চোটিল না হন, তাহলে বেশ কয়েকটি ম্যাচ এই পার্পেল জার্সিতে খেলতে পারেন।