Breaking News: বিশ্বকাপের পরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল, প্রকাশিত হলো সময়সূচী

একটা যেতে না যেতেই আরও একটি সুসংবাদ উঠে এল ভারতীয়দের জন্য। এমনিতেই ভারতীয় ক্রিকেট দলের সময়সূচীতে থাসা বিশ্বকাপ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আয়ারল্যান্ড সফর, এশিয়া কাপ, অস্ট্রেলিয়া সিরিজ, এশিয়ান গেমস এবং ওয়ানডে বিশ্বকাপ খেলবে ভারতীয় দল। তারপরই ডিসেম্বর-জানুয়ারী মাসে দক্ষিণ আফ্রিকা সফরের (India Tour Of South Africa) জন্য পাড়ি দেবে ভারতীয় দল।

বিশ্বকাপ শেষ হবে ১৯ নভেম্বর। তার কিছুদিন পর তথা ১০ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। ১০ ডিসেম্বর থেকে ৭ ই জানুয়ারি পর্যন্ত, প্রায় একমাস ধরে চলবে এই দক্ষিণ আফ্রিকা সফর। আন্তর্জাতিক ম্যাচের কোনোরকম কমতি রাখতে চাইছে না বিসিসিআই, তাই এতো আগেই দক্ষিণ আফ্রিকা বোর্ডের সাথে কথা বলে সময়সূচী ঘোষণা করলো তারা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ টি টি-২০, ৩ টি ওয়ানডে এবং ২ টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। স্কোয়াড কেমন হবে, সেই ব্যাপারে এখন থেকেই কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। তবে বিশ্বকাপের পরপরই অনুষ্ঠিত হওয়ায় টি-২০ স্কোয়াডে বড় ক্রিকেটারদের বিশ্রামও দেওয়া হতে পারে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২০২৩-২০২৪ সময়সূচী (Schedule):

প্রথম টি-২০ ম্যাচ: ১০ ডিসেম্বর ডারবান
দ্বিতীয় টি-২০ ম্যাচ: ১২ ডিসেম্বর জিকুয়েবাহা
তৃতীয় টি-২০ ম্যাচ: ১৪ ডিসেম্বর জোহানেসবার্গ

প্রথম ওডিআই ম্যাচ: ১৭ ডিসেম্বর জোহানেসবার্গ
দ্বিতীয় ওডিআই ম্যাচ: ১৯ ডিসেম্বর জিকুয়েবাহা
তৃতীয় ওডিআই ম্যাচ: ২১ ডিসেম্বর পার্ল

প্রথম টেস্ট ম্যাচ: ২৬-৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়ন
দ্বিতীয় টেস্ট ম্যাচ: ৩-৭ জানুয়ারি কেপ টাউন