অন্যতম টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গেই ২০২২ সাল থেকে শুরু হওয়া মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও এখন স্বমহিমায় এগিয়ে চলেছে। আজ এই টুর্নামেন্টের তৃতীয় মরসুমের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আবারও মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সেরার মুকুট ছিনিয়ে নিল বার্বাডোজ রয়্যালস।
এই বছর মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ৩ টি দল ত্রিনবাগো নাইট রাইডার্স, বার্বাডোজ রয়্যালস এবং গুয়ানা আমাজন ওয়ারিয়র্সের মধ্যে খেলা হয়েছিল। আজ ফাইনালে প্রথম মরসুমের চ্যাম্পিয়ন দল ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বার্বাডোজ রয়্যালস মাঠে নামে। ম্যাচে প্রথমে টসে জিতে বার্বাডোজ বোলিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে নাইটদের হয়ে অধিনায়ক ডিয়েন্দ্রা ডটিনের সঙ্গে জ্যানিলিয়া গ্লাসগো ব্যাটিং করতে আসেন। অধিনায়ক মাত্র ৬ রানে আউট হয়ে গেলেও জ্যানিলিয়া স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এরপর ৩ নম্বরে ব্যাট করতে নেমে ভারতীয় তারকা জেমিমাহ রদ্রিগেজও ব্যাট হাতে রীতিমতো ব্যর্থ হন। তবে আরও এক ভারতীয় ব্যাটার শিখা পান্ডে জ্যানিলিয়ার সঙ্গে দলের হয়ে ভরসা দেন। জ্যানিলিয়া গ্লাসগোর ব্যাট থেকে ৩১ বলে ২৪ রান এবং শিখার ব্যাট থেকে ৩১ বলে ২৮ রান আসে। এই রানের ওপর ভর করে নাইট বাহিনী শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। আলিয়াহ আলেইন একাই রয়্যালসদের হয়ে ৪ উইকেট সংগ্রহ করেছিলেন। অন্যদিকে বার্বাডোজের হয়ে দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে নেমে শ্রীলঙ্কান তারকা চামারী আথাপাথু ভয়ঙ্কর হয়ে ওঠেন।
তার ৪৭ বলে অপরাজিত ৩৯ রানে ভর করে দলটি ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ফলে বার্বাডোজ রয়্যালস ৪ উইকেটে জয় তুলে নিয়ে পরপর দু’বছর চ্যাম্পিয়ন হয়ে মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাস তৈরি করলো। এর আগে আইপিএলের উদ্বোধনী মরসুমেই ২০০৮ সালে রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হয়। এরপর এই দলের সহযোগী দল ২০২২ সালে মহিলাদের সিক্স ইলেভেন টি ওয়াই টুর্নামেন্টে এবং ২০২৩ ও এই বছর মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো।
ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম বার্বাডোজ রয়্যালস ম্যাচের স্কোরবোর্ড:
ত্রিনবাগো নাইট রাইডার্স- ৯৩/৮ (২০.০ ওভার)
শিখা পান্ডে- ২৮ (৩১)
বার্বাডোজ রয়্যালস- ৯৪/৬ (১৫.০ ওভার)
চামারী আথাপাথু- ৩৯* (৪৭)