পাকিস্তানের ক্রিকেটের খারাপ সময় যেন কাটতেই চাইছে না। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা গ্ৰুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের সম্মুখীন হয়ে সুপার ৮-এও জায়গা করে নিতে পারেনি। অন্যদিকে ২১ আগস্ট থেকে পাক বাহিনী ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও ২ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামে। এই সিরিজেও এবার পাকিস্তান লজ্জাজনক হারের সম্মুখীন হল। প্রথম ম্যাচের পর তারা ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয় তুলে নিতে ব্যর্থ হয়ে রীতিমতো সমর্থকদের হতাশ করল।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে টাইগার বাহিনী ১০ উইকেটে জয় তুলে নেয়। তারপর সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা ৩০ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে। ম্যাচে টসে জিতে বাংলাদেশ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ফলে পাক বাহিনী প্রথম ইনিংসে ওপেনার সাইম আইয়ুবের ১১০ বলে ৫৮ রানে এবং অধিনায়ক শান মাসুদের ৬৯ বলে ৫৭ রানে ভর করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যায়। কিন্তু টাইগার বাহিনীদের হয়ে বল হাতে মেহেদী হাসান মিরাজ ভয়ঙ্কর হয়ে ওঠেন।
তিনি একাই ২২.১ ওভারে ৬১ রান খরচ করে মোট ৫ টি উইকেট সংগ্রহ করে নেন। এর ফলে প্রথম ইনিংসে পাকিস্তান শেষ পর্যন্ত সালমান আলী আঘার ৯৫ বলে ৪৫ রানে ভর করে ২৭৪ রানে অল আউট হয়ে যায়। এরপর প্রথম ইনিংসে বাংলাদেশ খুবই খারাপভাবে শুরু করে। তারা মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। এইরকম গুরুত্বপূর্ণ সময় উইকেটকিপার লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। লিটন একাই ২২৮ বলে ১৩৮ রান করে রীতিমতো চমক দেন।
মিরাজের ব্যাট থেকে ১২৪ বলে ৮৭ রান আসে। এই রানের ওপর ভর করে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থেকে প্রথম ইনিংসে ২৬২ রানে অল আউট হয়ে যায়। এই ইনিংসে পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ একাই ৬ টি উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে পাক বাহিনী দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায়। নিচের দিকে ব্যাট করতে নেমে মহম্মদ রিজওয়ান এবং সালমান আলী আঘা ভরসা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসান মাহমুদ এবং নাহিদ রানার বোলিং আক্রমণে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭২ রানে অল আউট হয়ে যায়।
হাসান মাহমুদ ৫ টি এবং নাহিদ রানা মোট ৪ টি উইকেট সংগ্রহ করে নেন। ফলে বাংলাদেশের জয়ের রাস্তা অনেকটাই সহজ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগারদের হয়ে ওপেনার জাকির হাসান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুরন্ত শুরু করেন। জাকিরের ব্যাট থেকে ৩৯ বলে ৪০ রান এবং অধিনায়কের ব্যাট থেকে ৮২ বলে ৩৮ রান আসে। এই রানের ওপর ভর করে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ফলে দ্বিতীয় টেস্ট ম্যাচেও তারা পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে হোয়াইটওয়াশ করল।
পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের স্কোরবোর্ড:
প্রথম ইনিংস
পাকিস্তান- ২৭৪/১০ (৮৫.১ ওভার)
সাইম আইয়ুব- ৫৮ (১১০)
বাংলাদেশ- ২৬২/১০ (৭৮.৪ ওভার)
লিটন দাস- ১৩৮ (২২৮)
দ্বিতীয় ইনিংস
পাকিস্তান- ১৭২/১০ (৪৬.৪ ওভার)
সালমান আলী আঘা- ৪৭* (৭১)
বাংলাদেশ- ১৮৫/৪ (৫৬ ওভার)
জাকির হোসেন- ৪০ (৩৯)