ক্রিকেট মাঠে আপনি নিশ্চয়ই ব্যাটিংয়ে অনেক ধুমধাম দেখেছেন, কিন্তু কখনও কখনও খেলোয়াড়রা বোলিংয়ে এমন কিছু করে যে তা ইতিহাস হয়ে যায়। হংকংয়ের ক্রিকেটার আয়ুশ শুক্লাও তেমনই একটি কাজ করেছেন। হংকংয়ের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে চার ওভার মেডেন বোলিং করেন আয়ুষ। বিশ্বের তৃতীয় এবং এশিয়ার প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
২১ বছর বয়সী আয়ুষ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া কোয়ালিফায়ারে মঙ্গোলিয়ার বিপক্ষে এই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এই ম্যাচে আয়ুষ চার ওভার মেডেন বোলিংয়ের পাশাপাশি একটি উইকেটও পেয়েছিলেন। মঙ্গোলিয়ার বিরুদ্ধে আয়ুষ হংকংয়ের হয়ে পরপর চার ওভার বোলিং করেছিলেন যাতে ব্যাটসম্যানরা একটিও রান নিতে পারেননি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কানাডার সাদ বিন জাফর ও নিউজিল্যান্ডের লকি ফার্গুসনও চার ওভার মেডেন করেছেন। ২০২১ সালে পানামার বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন সাদ বিন জাফর। সাদও তার স্পেলে কোনো রান না দিয়ে দুই উইকেট তুলে নেন। চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন লকি ফার্গুসন। লকি তার চার ওভার মেডেন বোলিংয়ের পাশাপাশি তিনটি উইকেট নিয়েছিলেন।
আয়ুষ শুক্লার দুরন্ত পারফরম্যান্সে মাত্র ১৭ রানে মঙ্গোলিয়াকে গুটিয়ে দেয় হংকং দল। হংকং সহজেই ১.৪ ওভারে এই স্কোর অর্জন করে এবং ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়। এভাবে হংকংয়ের জয়ের সঙ্গে সঙ্গে আয়ুশ শুক্লার বোলিংও টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে চিরকালের জন্য রেকর্ড হয়ে গেল।