New Jersey: প্রতীক্ষার অবসান, ভারতীয় দলের তিন ফরম্যাটে নতুন অ্যাডিডাস জার্সি উন্মোচন হলো

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বিশ্ব অ্যাথলেটিক পণ্য সংস্থা অ্যাডিডাসের (Adidas) সাথে গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। বহুদিন ধরেই খবর আসছিল জুন মাসের প্রথম দিকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) আগেই নতুই জার্সির উন্মোচন করবে অ্যাডিডাস।

কিছুদিন আগে থেকেই ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনরত কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও গতকাল অ্যাডিডাস কম্পানি ইন্সটাগ্রামে স্টোরি দিয়ে জার্সির ডিজাইন কেমন হবে তা তুলে ধরে। এর ফলে মানুষের কিছুটা হলেও ধারণা চলে এসেছিল কেমন হতে চলেছে নতুন জার্সি।

আজ সেই ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই নতুন জার্সির উন্মোচন করলো ভারতের নতুন খেলার সামগ্রী স্পনসর অ্যাডিডাস। কাঁধে তিনটি দাগওয়ালা জার্সিতে ৭ জুন খেলতে দেখা যাবে রোহিত-বিরাটদের৷ শুধু টেস্ট জার্সিই নয়, বাকি দুটি ফরম্যাটের জার্সিও একেবারে সামনে আনলো অ্যাডিডাস।

অ্যাডিডাস ২৩ মে, ২০২৩ এ বিসিসিআইয়ের সাথে চুক্তিবদ্ধ করেছে। এই চুক্তি হয়েছে ৫ বছরের। ২০২৮ পর্যন্ত অ্যাডিডাসের লোগোতে খেলতে দেখে যাবে ভারতীয় দলকে। সামনে এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপেও তিনটি দাগওয়ালা জার্সিতে খেলবে ভারত। শুধু পুরুষদের দলই নয়, মহিলা এবং অনুর্ধ্ব ১৯ সবকিছুরই অফিসিয়াল কিট স্পনসর অ্যাডিডাস।